• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ডোমারে দেওনাই নদীর পুনঃখনন কাজ শুরু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৯  

নীলফামারীর ডোমার উপজেলায় দেওনাই নদী পুনঃখননের কাজ শুরু হয়েছে। আজ বুধবার(১৩ নভেম্বর) উপজেলার গোমনাতি ইউনিয়নের আমবাড়ি গ্রামের বটতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় ওই খনন কাজের উদ্বোধন করা হয়। 

পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে বটতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। গোমনাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদের সভাপতিত্বে বক্তৃতা দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, ডোমার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী হাফিজুল হক, কেতকীবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক প্রামানিক। 

নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী হাফিজুল হক জানান, উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নে নদীর উৎপত্তিস্থল থেকে জলঢাকা উপজেলার ধর্মপাল পর্যন্ত ৩০ কিলোমিটার পুনঃখননের কাজ হবে। ওই কাজে বরাদ্দ রয়েছে ২৬ কোটি টাকা।