• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ডোমারে নাট্য সমিতির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২০  

নীলফামারীর ডোমারে নাট্য সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে ডোমারের শিল্পীরা ছাড়াও চ্যানেল আই ক্ষুদে গানরাজ তারকা সুবর্নার গান মুগ্ধ করেছে দর্শক শ্রোতাদের। রোববার রাতে ডোমারে নাট্য সমিতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের নব-নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিকের সভাপতিত্বে ও মাসুদ বীন আমিন সুমনের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, ডোমার পৌরসভার প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নারী নেত্রী মেহেরুন আক্তার পলিন, সদস্য মিজানুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চয়ন প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

আলোচনা অনুষ্ঠানে নাট্য সমিতি মিলনায়তনটি মেরামতের জন্য জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন ৩ লক্ষ টাকা ও ডোমার পৌর মেয়র আলহাজ মনছুরুল ইসলাম দানু ১ লক্ষ টাকা অনুদানের ঘোষণা দেন।