• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ডোমারে বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৯  

নীলফামারীর ডোমারে বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ হলরুমে ইউএনও উম্মে ফাতিমার সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি খায়রুল আলম বাবুল, ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাফর ইকবাল, ডোমার মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নুরন নবী, প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন, উপজেলা স্বাস্থ্য ও পিপি কর্মকর্তা ইব্রাহীম খলিলসহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতা, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

দিবসটি সুষ্ঠভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে।