• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ডোমারে ভিজিএফের ৩৭ বস্তা চাল আটক করলো এলাকাবাসী

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৩১ মে ২০১৯  

আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে অতি দরিদ্রদের জন্য সরকারের সামাজিক নিরাপত্তাবেষ্টনী কার্যক্রম ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির চাল জেলার ডোমার উপজেলা সদর ইউনিয়ন পরিষদ হতে ৫০ কেজি ওজনের ৩৭ বস্তা ভ্যান যোগে পাচারের সময় এলাকাবাসী আটক করেছেন।

বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে উপজেলার আরডিআরএস মোড় এলাকা হতে এই চাল আটক করে এলাকাবাসী ইউএনও'র জিম্মায় দিয়েছেন। 

এলাকাবাসী জানান, ওই চাল সকাল হতে বিতরণ করা হচ্ছিল ডোমার ইউনিয়ন পরিষদ চত্বরে। এলাকাবাসীর অভিযোগ ডোমার সদর ইউনিয়নে প্রকৃত দুস্থদের নামে কার্ড না দিয়ে গোপনে জনপ্রতিনিধিরা তাদের নিজস্ব লোকজদের নামে কার্ড প্রদান করেন। এতে দেখা যায় চাল ব্যবসায়ীরা ডোমার ইউনিয়ন পরিষদ এলাকা হতে চালের বস্তা বিভিন্ন স্থানে ভ্যানযোগে পাচার করছিল।

ভ্যান যোগে চাল পাচারের সময় এলাকাবাসীর হাতে আটক হবার পর ঘটনাস্থলে উপস্থিত হন ডোমার উপজেলা প্রকল্প কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মোহাইমিনুল ইসলাম। 

তিনি জানান, এভাবে সরকারের বরাদ্দের ভিজিএফের প্যাকিং বস্তার চাল ক্রয় বিক্রয় আইনগত দণ্ডনীয় অপরাধ। ভ্যান চালকদের ভাষ্যমতে চালের বস্তার মালিক চাল ব্যবসায়ী মশিয়ার.সফিয়ার ও আনোয়ার ।

এ ব্যাপারে ডোমার উপজেলা নিবার্হী অফিসার উম্মে ফাতিমা জানান, আপাতত চালের বস্তা জব্দ করা হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বিভিন্ন অভিযোগে জানা যায়, নীলফামারী জেলায় ৪ লাখ ৪ হাজার ৩১৫টি পরিবারের প্রত্যেকে ১৫ কেজি করে চাল বিনামূল্যে দেওয়া হচ্ছে জেলার ছয় উপজেলা ও চারটি পৌরসভা এলাকায়।

সূত্র মতে জেলার ৬০টি ইউনিয়নের ৩ লাখ ৯০ হাজার ৪৫২টি পরিবার এবং চার পৌরসভায় ১৩ হাজার ৮৬৩টি পরিবার এ চাল পাওয়ার কথা। কিন্তু কার্ডধারীরা চাল পাচ্ছেন ১০ থেকে ১২ কেজি করে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এস এ হায়াত জানান, চাল বিতরণে ওজনে কম দেয়ার সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। 

সূত্র মতে ৬ উপজেলার ৬০টি ইউনিয়নের মধ্যে ডিমলায় ৬৭ হাজার ১৮৮ জন, জলঢাকায় ৭৮ হাজার জন, কিশোরীগঞ্জে ৫৬ হাজার ৫৪৭ জন, ডোমারে ৫৩ হাজার ৭০১ জন, সদরে ৯০ হাজার ৬৯০ জন এবং সৈয়দপুরে ৪৪ হাজার ৩২৬ জনকে এ চাল দেওয়া হবে। এ ছাড়া, চার পৌরসভার মধ্যে নীলফামারী পৌরসভায় ৪ হাজার ৬২১ জন, সৈয়দপুরে ৪ হাজার ৬২১ জন, জলঢাকায় ৩ হাজার ৮১ জন এবং ডোমারে ১ হাজার ৫৪০ জন ভিজিএফের চাল পাবেন।