• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ডোমারে মিলারদের কাছ থেকে চাল ক্রয়ের উদ্বোধন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২০  

 

নীলফামারীর ডোমার উপজেলার দুইটি খাদ্য গুদামে মিলারদের নিকট হতে আমন চাল ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেল চার টার দিকে উপজেলার চার নং খাদ্য গুদামে চাল ক্রয়ের অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা খাদ্য বিভাগ।

উপজেলা খাদ্য কর্মকর্তা মাহমুদ হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় জেলা খাদ্য কর্মকর্তা কাজি সাইফুদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবদুল মালেক, খাদ্য গুদাম কর্মকর্তা জিয়াউর আলম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ময়নুল হক মনু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এবার ডোমার ও চিলাহাটি দু’টি খাদ্য গুদামে ১৪০ জন মিলারের নিকট হতে এক হাজার মেট্রিক টন চাল ৩৬ টাকা কেজি দরে ক্রয় করা হবে।