• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ডোমারে ২০ বীরঙ্গনাকে সহায়তা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২১  

নীলফামারীর ডোমারে ২০ বীরঙ্গনাকে করোনাকালীন দুঃসময়ে খাদ্য ও নগদ অর্থ প্রদান করেছে অপরাজেয় বাংলা ফাউন্ডেশন। শনিবার সকালে শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি সংসদ পাঠাগার বীরঙ্গনা সহায়তা কার্যক্রম এর আয়োজন করে।

সংগঠনের পক্ষে বীরঙ্গনা সহায়তা কার্যক্রমের জেলা সমন্বয়কারী ও শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি সংসদ পাঠাগারের প্রতিষ্ঠাতা সম্পাদক আল আমীন রহমান বীরঙ্গনাদের জনপ্রতি ১০ কেজি চাল ও নগদ ৫০০ টাকা প্রদান করেন।

এসময়ে বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা আওরঙ্গজেব করিম, সংবাদকর্মী সাখাওয়াত আমীন সৈকত প্রমুখ উপস্থিত ছিলেন।