• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ডোমারে ২৮ কিলোমিটার সড়কের নির্মাণ কাজের উদ্বোধন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ মার্চ ২০২১  

নীলফামারীর ডোমার চিলাহাটি ভাউলাগঞ্জ সড়কের ২৮ কিলোমিটার নির্মাণ কাজের উদ্বোধন ও আলোচনা সভা হয়েছে। নীলফামারী-১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের উদ্বোধন করেন।

বুধবার সকালে বামুনিয়া ইউপি মাঠে সড়ক বিভাগের আয়োজনে নীলফামারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী (সওজ) মুহাম্মদ মনজুরুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

এছাড়াও এসময় নীলফামারী সড়ক বিভাগের ডিপুটি নির্বাহী প্রকৌশলী (সওজ) কামিনী কান্ত রায়, ইউএনও শাহিনা শবনম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, ওসি মোস্তাফিজার রহমান, ময়নুল হক মনু,শহিদ আহম্মেদ শান্তু, মোস্তাফিজুর রহমান বকুল, সাইদুল ইসলাম, বামুনিয়া ইউপি চেয়ারম্যান অহেদুজ্জামান বুলেট, সাবেক চেয়ারম্যান মনোরঞ্জন রায়সহ প্রমুখ উপস্থিত ছিলেন। 

১০৪ কোটি টাকা ব্যয়ে সড়কের নির্মাণ কাজ বাস্তবায়ন করবে ওয়েষ্টার কনস্ট্রাকশন।