• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত ল্যাব হবে: পলক

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৩১ আগস্ট ২০১৯  

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আগামী দিনের নতুন প্রযুক্তির গবেষণা ও চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত ল্যাব প্রতিষ্ঠা করা হবে। এছাড়া কার্জন হল এলাকার চারটি আবাসিক হলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে।

শুক্রবার (৩০ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল চত্বরে ‘বাঙালির শোকের মাস আগস্ট’ স্মরণে কার্জন হল এলাকার চারটি আবাসিক হল ছাত্রলীগ শাখার যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ছাত্রলীগ ফজলুল হক মুসলিম হল শাখার সভাপতি শাহারিয়ার সিদ্দিকের সভাপতিত্বে আরো বক্তৃতা করেন ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা জসীম উদ্দিন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি রেজোয়ানুল হক চোধুরী শোভন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সানজিদ চন্দ্র দাস, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রব্বানী প্রমুখ।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অতীতের ন্যায় প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনন্য অবদান রাখতে সক্ষম হবেন বলে তিনি উল্লেখ করে পলক বলেন, সততা, সাহসিকতার দর্শন নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে নিজেদের প্রযুক্তিনর্ভর, মেধাভিত্তিক ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তৈরি করতে হবে।

ছাত্রলীগের নেতাকর্মীদেরকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কখনো অন্যায়ের সাথে আপোস করেননি। বাঙালি জাতির স্বাধীনতা আন্দোলনসহ সকল আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের মুখ্য ভূমিকা ছিল।

এর আগে সকালে ডাকসু ভবন প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে আয়োজিত ডাকসু থেকে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবন পর্যন্ত সাইকেল র‌্যালির উদ্বোধনের আগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘সুস্থ, সুন্দর জীবন গড়ে তুলতে নিয়মিত সাইকেল চালানোর অভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া যানজট, শব্দ দূষণ ও কার্বন নিঃসরণ মুক্ত পরিবেশ সৃষ্টিতেও এটি সহায়তা করে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করার পাশাপাশি এ বিশ্ববিদ্যালয়কে স্মার্ট ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী আরো বলেন, ‘তরুণদের মাদক, জঙ্গিবাদ ও অপরাধ থেকে দূরে রাখতে সাইকেল চালানোর ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে।’