• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ঢাবিতে করোনা সচেতনতা বিষয়ক সেমিনার রোববার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ মার্চ ২০২০  

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘করোনা ভাইরাস প্রাদুর্ভাব: চ্যালেঞ্জেস ও কনসার্নস ফর বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে। রোববার সকাল ১১টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সেমিনার হবে।

বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি রিসার্চ সেন্টারের উদ্যোগে এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি থাকবেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। সভাপতিত্ব করবেন সেন্টারের পরিচালক অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান।

এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্যসেবা অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের প্রাক্তণ পরিচালক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেষ্টা অধ্যাপক ড. বেনজীর আহমেদ। অন্যান্যের মধ্যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান সেমিনারে বক্তব্য রাখবেন।