• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

তরুণদের কর্মসংস্থানের সুযোগ দিতে বাক্কোর ব্যতিক্রমী আয়োজন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ জুলাই ২০২০  

দেশের বিপিও/আউটসোর্সিং শিল্পের একক ও কেন্দ্রীয় বাণিজ্য সংস্থা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) প্রথমবারে মতো কোনো অনলাইন প্লাটফর্মে ‘অনলাইন বিপিও ইভেন্ট ২০২০’ শীর্ষক অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্যারিয়ার কাউন্সেলিং সেশনের আয়োজন করেছে । 

বর্তমান মহামারী নভেল করোনাভাইরাসের প্রভাবে চাকরির বাজারে যে অস্থিরতা বিরাজ করছে তা থেকে পরিত্রাণের জন্য বিপিও শিল্পের সম্ভাবনাগুলো তরুণদের মাঝে তুলে ধরতেই এই আয়োজন করে বাক্কো। 

বাক্কো ও আইসিটি অধিদফতরের যৌথ উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়, যার প্রথম অংশে উদ্বোধন অনুষ্ঠানের সূচনা করেন প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি। 

তিনি বলেন, ‘দেশের প্রত্যেকটি সেক্টরকে প্রযুক্তিনির্ভর করতে হলে আউটসোর্সিংয়ের ব্যবহার ছাড়া আর কোনো বিকল্প নেই। আর তাই, এই শিল্পে দক্ষ মানবশক্তি তৈরিতে আইসিটি ডিভিশন থেকে সব রকমের ট্রেইনিং সুবিধা দেয়া হবে।’ 

তিনি আরো বলেন, ‘আইটি শিল্পে ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় এবং চতুর্থ শিল্পবিপ্লবের স্বয়ংক্রিয় যুগে প্রবেশ করার কারণে সবাইকে কর্মক্ষেত্রে প্রবেশ করার পরও প্রতিনিয়ত জ্ঞানার্জন করতে হবে। কেননা, এখন লাইফ লং লার্নিং ছাড়া টিকে থাকা কঠিন হয়ে যাবে।’