• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

`তামাকজনিত রোগে প্রতি বছর এক লাখ ৬০ হাজার মানুষ মারা যায়`

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯  

রংপুর সিটি কর্পোরেশনকে ২০২০ সালের মধ্যে তামাকমুক্ত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে ৩০ নম্বর ওয়ার্ড তামাকমুক্ত ঘোষণা শীর্ষক ক্যাম্পেইন শুরু হয়েছে।

সোমবার সকালে ক্যাম্পেইন উপলক্ষে নগরীর মাহিগঞ্জে একটি র‍্যালি বের করে অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট ও ৩০ নম্বর ওয়ার্ড।

এ সময় সড়কের দুইপাশে ও দোকানপাটে তামাকের বিজ্ঞাপন অপসারণ ও লিফলেট বিতরণ করা হয়।

৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মালেক নিয়াজ আরজু বলেন, দেশে তামাকজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতি বছর এক লাখ ৬০ হাজার মানুষ মারা যায়। আমরা নগরবাসীকে তামাক থেকে বাঁচাতে চাই। রংপুরে পাবলিক প্লেসে কেউ যেন ধূমপান করতে না পারে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

ক্যাম্পেইনে অংশ নিয়েছেন ক্যাব রংপুর জেলা শাখার সহ-সভাপতি জসীম উদ্দিন, এসিডি’র অ্যাডভোকেসি অফিসার শরিফুল ইসলাম শামীম, তুহিন ইসলাম, প্রোগ্রাম অফিসার তৌফিকুল ইসলাম প্রমুখ।