• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

তারাগঞ্জের দুই ইউনিয়নে উপ-নির্বাচন ২০ অক্টোবর

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২০  

রংপুরের তারাগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও আরেকটি ইউনিয়ন পরিষদে সদস্যের (মেম্বার) শূন্য পদে আগামী ২০ অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। তারাগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয় থেকে নির্বাচন কমিশনের অনুমোদনক্রমে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। 

সূত্রে জানা যায়, আলমপুর ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান মঞ্জুরুল কাদের সবুজ চৌধুরী ও সয়ার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খোরশেদ আলমের মৃত্যুর কারণে পদ দুটি শূন্য হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মেরাজ হোসেন বলেন, নির্বাচন কমিশনের অনুমোদনক্রমে শূন্য হওয়া ওই পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণাসহ নির্বাচন অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৬ সেপ্টেম্বর। এছাড়া প্রার্থী প্রত্যাহারের তারিখ ৩ অক্টোবর। আর ভোটগ্রহণের তারিখ ২০ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। 

ইউএনও আমিনুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা প্রশাসন নির্বাচন কর্মকর্তার কার্যালয়কে সহায়তা করবে। এরইমধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।