• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

তিস্তা চুক্তি নিয়ে দুই দেশের মন্ত্রণালয়ের প্রস্তাব তৈরি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২০  

বহুল প্রতীক্ষিত তিস্তা চুক্তি নিয়ে দুই দেশের মন্ত্রণালয় প্রস্তাব তৈরি করছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক। শনিবার বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের পঞ্চগ্রাম সম্মিলনী বালিকা বিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এসব কথা বলেন।

তিনি বলেন, ভারতের পানিসম্পদমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। আলোচনার মাধ্যমেই আগামী দিনে তিস্তা চুক্তি সম্পন্ন হবে। বাংলাদেশ এ চুক্তির ব্যাপারে আশাবাদী। ভারত আমাদের প্রতিবেশী বন্ধুপ্রতিম দেশ। তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্কও ভালো।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের নীতি–নৈতিকতায় শিক্ষিত করে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

পঞ্চগ্রাম সম্মিলনী বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনির মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী রজত কুমার দাস, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান। 
 
এর আগে পঞ্চগ্রাম সম্মিলনী বালিকা বিদ্যালয়ের চারতলাবিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী। নতুন চারতলা এ ভবন নির্মাণে ব্যয় হবে ২ কোটি ৪১ লাখ টাকা।