• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

তৃষ্ণার্ত যাত্রীদের পানি সরবরাহে সেনাবাহিনী

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৯ আগস্ট ২০১৯  

টাঙ্গাইলে লাইনচ্যুত হওয়া সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের তৃষ্ণার্ত যাত্রীদের বিশুদ্ধ পানি সরবরাহ করেছে সেনাবাহিনীর সদস্যরা। শুক্রবার দুপ‌র দেড়টার দিকে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রাপ্তে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে পশ্চিম ও উত্তবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তবে তিন ঘণ্টা বন্ধ থাকার পর বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থালে পৌঁছে লাইনচ্যুত বগিটি ঠিক করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ট্রেন বিকল হয়ে পড়ে দীর্ঘ সময় আটকে থাকায় যাত্রীরা তীব্র গরমে হাঁসফাঁস করতে থাকে। বেশি দুর্ভোগে পড়ে ট্রেনে থাকা নারী ও শিশুরা। এ পরিস্থিতিতে বঙ্গবন্ধু সেনানিবাস থেকে যাত্রীদের পানি সরবরাহ করা হয়।

সুমন নামে ট্রেনের এক যাত্রী জানান, আমাদের ট্রেনটি যে জায়গায় লাইনচ্যুত হয় তার আশপাশে কোন দোকানপাটও নেই। তীব্র গরমে পানি পিপাসায় যাত্রীরা কাহিল হয়ে পড়ছিলেন। বিশেষ করে নারী ও শিশুদের ভোগান্তি বেশি হয়। পরে বঙ্গবন্ধু সেতুপূর্ব সেনাবাহিনীর সদস্যরা গাড়িতে করে পানি এনে ট্রেনের যাত্রীদের সরবরাহ করেছে। এতে অনেকের মাঝে স্বস্তি ফিরে আসে।