• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ত্বকের কুঁচকে যাওয়া রোধ করুন নিমিষেই

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জুলাই ২০২০  

রূপচর্চায় নারীরা কত কিনা করেন। তারপরও ত্বকে নানা রকম সমস্যা দেখা দেয়। ত্বক শুষ্ক হয়ে যায়। আবার অনেকেরই বয়সের আগেই চামড়া কুঁচকে যাওয়ার সমস্যা দেখা দেয়।  

আদিকাল থেকেই নারীরা রূপচর্চায় ফিটকিরি ব্যবহার করে আসছেন। ত্বকের কুঁচকে যাওয়া রোধেও ফিটকিরি দারুণ কার্যকর। ফিটকিরি ত্বকে বলিরেখা পড়তে দেয় না। চলুন ত্বক শুষ্ক হওয়া ও চামড়া কুঁচকে যাওয়া রোধে কীভাবে ফিটকিরি ব্যবহার করবেন তা জেনে নেয়া যাক-  

প্রথমে ভালো করে মুখ ধুয়ে নিয়ে। এবার সারা মুখে অনেকক্ষণ ধরে ফিটকিরি ঘষুন। অথবা ফিটকিরি চূর্ণ পানিতে মিশিয়ে মুখে মাখুন। শুকিয়ে গেলে কিছুক্ষণ পর মুখটা ধুয়ে ফেলুন। এভাবে কিছুদিন ব্যবহার করলে কুঁচকে যাওয়া রোধ হবে, সঙ্গে মুখের ঊজ্জ্বলতা ফিরবে। সেই সঙ্গে ব্রণ-ফুসকুড়ির হাত থেকেও মুক্তি পাবেন।