• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

দক্ষিণ আফ্রিকায় স্থানীয়দের বিদেশীদের ওপর হামলা, লুটপাট

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৮ আগস্ট ২০১৯  

দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গের সোয়েটোতে বিদেশিদের দোকান ভাংচুর, লুটপাট শুরু হয়েছে।

সম্প্রতি হোয়াইট সিটির মফোলো নামক স্থানে এক সোমালিয়ান ব্যবসা প্রতিষ্ঠানে স্থানীয় এক কৃষ্ণাঙ্গের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে স্থানীয় সময় শনিবার বিকাল ৩ টার দিকে পুরো সুয়েটোতে কৃষ্ণাঙ্গরা ভিনদেশিদের দোকানে হামলা শুরু করে।

এ সময় আন্দোলনরত লোকজন বিদেশিদের দোকানে হামলা চালায় এবং জোলাতে নামক স্থানে আবু নাসের নামে এক বাংলাদেশির দুটি দোকানের সব মালামাল লুটপাট করে নিয়ে যায়।

তাৎক্ষণিক আশপাশের সব বাংলাদেশি, ইথিওপিয়ান দোকানে ক্রমাগতভাবে লুটপাট শুরু হয় এবং জোলা, জাবুলানী, ডকছনবিল, নালেডি, এমডিয়ানি, ডামেনি, পিরি, অরলান্ডো নামক স্থানে বিদেশিদের দোকানগুলেতে ভাঙচুর শেষে লুটে নেয় তারা।

হোয়াইট সিটি, রকবিল এলাকার লোকজন দোকানের মালামাল সরিয়ে, লানেসিয়াসহ আশপাশের বিভিন্ন শহরের দিকে রওনা হয়েছেন বলে জানা গেছে।

হামলাকারীরা লুট করে নিয়ে যায় প্রায় শতাধিক ভিনদেশিদের দোকানপাট। এর মধ্যে বাংলাদেশিদের দোকান কমপক্ষে ৩০-৩৫টি রয়েছে। জানা গেছে, কিছু বুঝে উঠার আগেই এমন হামলায় মোটামুটি নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে প্রবাসী ব্যবসায়ী বাংলাদেশিরা। অধিকাংশ দোকানিকে খালি হাতেই পথে বের হয়ে যেতে হয়েছে, তার নিজের প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠান রেখে।