• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে আরো ১৫ জন আক্রান্ত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২০  

দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে নতুন করে আরো ১৫ জন আক্রান্ত হয়েছেন। দেশটিতে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। বুধবার দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। আক্রান্তদের মধ্যে ১৩ জন উত্তর জিয়োংসাং প্রদেশের দায়েগু শহরের বাসিন্দা।

দক্ষিণ কোরিয়ায় এ ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে কঠোর ব্যবস্থার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে ইন। এছাড়া অর্থনীতির উন্নয়নে প্রতিটি সম্ভাব্য পদক্ষেপের আহ্বানও জানিয়েছেন তিনি।  

এ ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার ছাড়িয়ে গেছে। মৃত ও আক্রান্তদের মধ্যে বেশিরভাগই এ ভাইরাসের উৎপত্তিস্থল হুবেই প্রদেশের বাসিন্দা। 

চীনের মূল ভূ খণ্ডের বাইরে এখন পর্যন্ত জাপান, তাইওয়ান, ফিলিপাইন, হংকং ও ফ্রান্সে একজন করে মোট পাঁচ জন মারা গেছেন। বিশ্বের মোট ৩০ টি দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। চীনের বাইরে সর্বাধিক আক্রান্তের সংখ্যা জাপানে।

ছড়িয়ে পড়া এ প্রাণঘাতী ভাইরাসের কারণে বিভিন্ন দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চীনের সঙ্গে ফ্লাইট বন্ধ করে দিয়েছে অনেক দেশ। এছাড়া অর্থনৈতিক ভাবেও ক্ষতির সম্মুখীন হচ্ছে বিভিন্ন দেশ।