• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

দলে ক্যাসিনো মার্কা নেতার কোনো প্রয়োজন নেইঃ রমেশ চন্দ্র সেন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৯  

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, দলে ক্যাসিনো মার্কা নেতার কোনো প্রয়োজন নেই। যারা স্বচ্ছ নেতৃত্ব গুণে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবেন, তারাই দলে থাকবেন।

বুধবার বিকেলে দিনাজপুর শিল্পকলা একাডেমিতে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

রমেশ চন্দ্র সেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানুষের জীবনমান পরিবর্তনে বর্তমান সরকার কাজ করছে। তাই ভেদাভেদ ভুলে সবাইকে সরকারকে সহযোগিতা করতে হবে।

তিনি আরো বলেন, এমন নেতা তৈরি করা যাবে না যারা যারা নিজের স্বার্থে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করে। আওয়ামী লীগে তাদের ঠাঁই নেই।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের এমপি মনোরঞ্জন শীল গোপাল, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম চৌধুরী প্রমুখ।