• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

দিনমজুরদের কাছে খাদ্য নিয়ে ছুটে গেলেন ওসি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ এপ্রিল ২০২০  

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কুমিল্লার দেবিদ্বারে খেটে খাওয়া মানুষ বেশ বেকায়দায় রয়েছেন। আয়-রোজগার বন্ধ হয়ে গেছে অনেকের। প্রতিদিনের খাবার সংগ্রহ করতেই হিমশিম খাচ্ছেন তারা। 

এ দুর্ভোগে সরকারের খাদ্য সহায়তা কর্মসূচি কিছুটা হলেও স্বস্তি দিয়েছে তাদের। সরকারি সাহায্যের পাশাপাশি দিনমজুর হতদরিদ্র ও কর্মকহীনদের মাঝে খাদ্য নিয়ে ছুটছেন দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার। 

বুধবার বেলা সাড়ে ১১টায় নিউ মার্কেট চত্বরে তিনি হতদরিদ্র, কর্মহীন ফুটপাতে ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে জনপ্রতি পাঁচ কেজি চাল, এককেজি ডাল ও এক লিটার তেল, দুই কেজি আলু, আধাকেজি লবণসহ মোট ৫০টি প্যাকেট খাদ্যসামগ্রী তুলে দেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন ওসি তদন্ত) মো. মেজবাহ উদ্দিন, এসআই মো. ইকতিয়ার মিয়া, মো. আবদুল বাতেন, মো. আবদুর রহমান, মো. রবিউল ইসলামসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা। 

এর আগে নিউ মার্কেট চত্বরে থানা পুলিশের খাদ্যসামগ্রীর বিতরণের খবর পেয়ে অনেক হতদরিদ্র, ফুটপাতে ক্ষুদ্র ব্যবসায়ীদের ভিড় জমে। পরে পুলিশের পিকআপ ভ্যানে চাল-ডাল-আলু-তেল নিয়ে সেখানে হাজির হন ওসি জহিরুল আনোয়ার। পিকআপ থামিয়ে একে একে সবার হাতে খাদ্যসামগ্রী তুলে দেন তিনি।