• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

দিনাজপুরে অসহায়দের বাড়িতে গিয়ে খাবার দিল ছাত্রলীগ নেতা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ এপ্রিল ২০২০  

করোনাভাইরাসের কারণে ঘরে বসে থেকে কর্মহীন হয়ে পড়া অসহায় ব্যক্তিদের বাসায় গিয়ে বিনামূল্যে খাদ্রসামগ্রী বিতরণ কেরেছেন দিনাজপুরের স্বেচ্ছাসেবী সংগঠন "স্বপ্ন বুনি"। মঙ্গলবার ওই সংগঠনটির উদ্যোগে খানসামা উপজেলার বেশ কয়েকটি গ্রামে ক্ষতিগ্রস্থ মানুষের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রি পৌঁছে দেন সংগঠনটির স্বেচ্ছাসেবকরা।

খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফিক আহমেদ শামীম এর তত্ত্বাবধায়নে শতাধিক পরিবারে ৫ কেজি চাল, ডাল, তেল, আলু, ডিম ও সাবান বিতরণ করা হয়।

ছাত্রলীগের এই নেতা বলেন, ‘আমার বড় ভাই তৌহিদ সেলিম অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্ন বুনি” গ্রুপের মডারেটর। তিনি ও তার সহকর্মীরা এই দুর্যোগপূর্ণ সময়ে আমাকে যে খাদ্য সামগ্রি পাঠিয়েছেন সেটা আমরা সবার মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করেছি। আমরাও চেষ্টা করে যাচ্ছি নিজেদের অর্থায়নে মানুষের পাশে দাড়াতে।

অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন "স্বপ্ন বুনি" গ্রুপের মডারেটর তৌহিদ সেলিম জানান, ‘সামাজিক দায়বদ্ধতা থেকেই আমার সহকর্মী আজরাফ খান, রিয়াজ মাহমুদ, নয়ন ও নিউটন মিলে করোনায় কর্মহীন ও দরিদ্র মানুষদের পাশে দাড়ানোর ক্ষুদ্র প্রচেষ্টা করছি মাত্র। বর্তমান সময়ে দেশের এই দুর্যোগপূর্ণ মুহূর্তে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান লোকদের সহযোগিতার হাত বাড়ানো প্রয়োজন। এই দেশটা আমাদের সবার। আমরা একে অপরের হয়ে বেঁচে থাকতে চাই। আর একজন আরেকজনের পাশে থাকার নামই জীবন।’