• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

দিনাজপুরে কারাগার থেকে মুক্তি দিতে ২৯৮ বন্দির তালিকা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২০  

করোনাভাইরাসের কারণে দিনাজপুর জেলা কারাগার থেকে মুক্তি দেয়া যেতে পারে এমন ৩৫ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ ২৯৮ জনের তালিকা করা হয়েছে। ইতোমধ্যেই তালিকাটি কারা অধিদফতরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দিনাজপুর কারাগারের জেল সুপার বজলুর রশিদ আখন্দ।

তিনি বলেন, আমরা একটি তালিকা পাঠিয়েছি, কিন্তু এখনও কোনো রেজাল্ট পাইনি। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যারা ২০ বছর সাজা খেটেছেন, যাদের সাজা সর্বোচ্চ এক বছর এবং যাদের সাজা সবোর্চ্চ ৬ মাস বা তার নিচে এমন ৩টি তালিকা পাঠানো হয়েছে। সরকারের চাহিদা মোতাবেক এই তালিকা পাঠানো হয়েছে। সারা বাংলাদেশ থেকেই এই তালিকা পাঠানো হয়েছে। যা নিয়ে মন্ত্রণালয়ে কার্যক্রম চলছে।

জানা গেছে, দিনাজপুর থেকে যে তালিকা করা হয়েছে তার মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যারা ইতোমধ্যেই ২০ বছর সাজা খেটেছেন এমন বন্দি রয়েছেন ৩৫ জন। অপেক্ষাকৃত লঘু অপরাধে এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি যাদের ইতোমধ্যেই ২০ বছরের অধিক সাজাভোগ করেছেন ও কর্মক্ষম নন এমন আসামিদের তালিকা যাচাই-বাছাই শেষে মন্ত্রণালয়ে জমা দেবে কারা অধিদফতর। করোনা আতঙ্ক কাটাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এই বিশেষ জামিনের উদ্যোগ নিয়েছে।