• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

দিনাজপুরে টিকিটসহ কালোবাজারি চক্রের সদস্য আটক

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৮ আগস্ট ২০১৯  

দিনাজপুরে আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে জেলার রেলস্টেশনের প্ল্যাটফর্ম থেকে তাকে আটক করা হয়।

আটক মো. আমিনুল ইসলাম পৌর এলাকার লালবাগের বাসিন্দা মো. কফিল উদ্দিনের ছেলে।

দিনাজপুর জিআরপি থানার এসআই শাহিন আলম জানান, ঈদের কয়েক দিন আগে দিনাজপুর থেকে ঢাকা আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। অতিরিক্ত বা অধিক দামে বিক্রির জন্য পতিতা, টোকাই, মহল্লার বিপদগামী ছেলেমেয়েদের কিছু টাকার বিনিময়ে লাইনে দাঁড় করিয়ে প্রতিদিন ৪০টি টিকিট সংগ্রহ করে আমিনুল। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয়টি আসনের টিকিটসহ তাকে আটক করা হয়।

দিনাজপুর জিআরপি থানার ওসি মো. গুলজার হোসেন বলেন, আমিনুল ইসলামের মতো অনেকেই ঢাকা ফেরত যাত্রীদের কাছে বেশ দামে টিকিট বিক্রি করে। আমরা একজনকে আটক করতে সক্ষম হয়েছি। অন্যদের পর্যায়ক্রমে আটক করা হবে।