• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

দিনাজপুরে তিন লবণ ব্যবসায়ীকে জরিমানা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৯  

দিনাজপুরে বেশী দামে লবণ বিক্রি করায় তিন ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেল জেলা প্রশাসকের নির্দেশে শহরের পুরাতন বাহাদুর বাজারে এ অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজুল ইসলাম ও শামসুন নাহার কনক।

তারা জানান, গুজব ছড়িয়ে লবণের দাম বেশি রাখায় পুরাতন বাহাদুর বাজারের রফিক স্টোরের মালিক মনির হোসেনকে ১০ হাজার, একাই বাজারের আমিন স্টোরের মালিক সজিব আহমেদকে ৫০ হাজার, নিউ আজাদ ট্রেডার্সের মালিক মোস্তাক হাসান মিঠুকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তারা আরো জানান, দেশে লবণের পর্যাপ্ত মজুত রয়েছে। একটি মহল দাম বাড়ার গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। কেউ গুজবে কান দেবেন না। যেকোনো উপায়ে গুজব প্রতিহত করা হবে।