• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

দিনাজপুরে দেয়াল ধ্বসে আহত ৩

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২০  

দিনাজপুরের চিরিরবন্দরে বাড়ির দেয়াল ধ্বসে পড়ে শিশুসহ ৩ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি শুক্রবার দুপুর ১২ টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়ন ও আব্দুলপুর গ্রামের জহিম পাড়ায় ঘটে।

প্রত্যক্ষদর্শি ফরিদ উদ্দিন জানায়, ওই পাড়ার শওকত আলী ওরফে সকে নতুন পাকা বাড়ি নির্মাণ করার জন্য মাটির দেয়ালটি ভেঙ্গে ফেলার সময় ধ্বসে পড়লে বাড়ির মালিকের ৪র্থ শ্রেণিতে পড়ুয়া শিশুপুত্র আলিফ উদ্দিন (১২), নির্মাণমিস্ত্রী কামরুজ্জামান ও বাবু নামে ৩ জন চাপা পড়ে। প্রতিবেশিগণ দ্রুত মাটি সরিয়ে তাদের উদ্ধার করে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আলিফ উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

এখন তারা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।