• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

দিনাজপুরে পিস্তল-গুলিসহ অস্ত্র কারবারি আটক

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০১৯  

দিনাজপুরের বিরল উপজেলায় দেশীয় পিস্তল এবং দুই রাউন্ড গুলিসহ সাদ আলম নামের এক মাদক ও অস্ত্র কারবারিকে আটক করেছে বিরল থানার পুলিশ। শুক্রবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ধর্মপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আলম বিরল উপজেলার ৮ নম্বর ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসীসহ প্রায় ১০-১২টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুলের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালিয়ে রাত সাড়ে ১২টার দিকে আলমকে তার নিজ এলাকা থেকে আটক করে। এরপর ভোর তিনটা পর্যন্ত অভিযান চালিয়ে আলমের বাড়ি থেকে দুই রাউন্ড গুলি ও একটি দেশি পিস্তল উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

এ দিকে একই দিন রাতে বিরল পৌর শহর থেকে মাদক কারবারি পৌর শহরের শাখধোয়া এলাকার আবেদ আলী মুহুরীর ছেলে বেলাল হোসেনকে (৩৫) আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।