• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

দিনাজপুরে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৯  

দিনাজপুরের হিলিতে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎ সংযোগের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হিলির বাশমুড়ি নামক গ্রামে তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

প্রতিবেশী বকুল হোসেন ও আকরাম আলী জানান, বাড়ি থেকে খামারে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেয়ার কারণেই অকালে বাবুল মিয়ার মৃত্যু হলো। আমরা এর বিচার চাই।

খামার মালিক নাঈম হোসেনের বাবা আব্দুর রহমান জানান, খামারে বিদ্যুতের মিটারের জন্য আবেদন করা হয়েছে। দুইজন লাইনম্যান মিটার লাগিয়ে দেয়া বাবদ ১০ হাজার টাকা নিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত বিদ্যুতের সংযোগ না দিতে পারায়, তারা ফরিদের বাড়ি থেকে তার দিয়ে আমাদের খামারে বিদ্যুৎ সংযোগ লাগিয়ে দিয়ে যান।

হিলি পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের এজিএম প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, যে দুইজন লাইনম্যান এই কাজ করেছে তদন্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাকিমপুর থানার ওসি (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, এ বিষয়ে মৃতের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।