• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

দিনাজপুরে বিষাক্ত রঙ দিয়ে তৈরি হচ্ছে শিশুদের জুসঃ মালিকের জরিমানা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৯  

দিনাজপুরের ফুলবাড়ীতে একটি ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নকল জুস ধ্বংসসহ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিষাক্ত রঙ দিয়ে জুস তৈরি করায় এগুলো ধ্বংস করা হয়।

রোববার দুপুরে উপজেলার শিফাত ফুড প্রোডাক্টসে এ অভিযান চালান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মমতাজ বেগম।

এ সময় ফ্যাক্টরির মালিক আলমগীর হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। আলমগীর চিরিরবন্দর উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুল হাই সরকারের ছেলে।

বাসা মালিক আব্দুর রহমান বলেন, আলমগীর তিন বছর ধরে পরিবারসহ আমার বাসায় থাকছেন। তার ফ্যাক্টরির কথা জানা ছিল না।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মমতাজ বেগম বলেন, জানতে পারি শিফাত ফুড প্রোডাক্টসে বিষাক্ত রঙ ও কেমিক্যাল দিয়ে জুস তৈরি করা হচ্ছে। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার জুস ধ্বংস করা হয়। এছাড়া ফ্যাক্টরির মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।