• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দিনাজপুরে ভুয়া নারী চিকিৎসক আটক: প্রতিষ্ঠান সিলগালা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ আগস্ট ২০২০  

দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শহরের রিন নার্সিং হোম থেকে ভুয়া এক নারী চিকিৎসককে আটক করা হয়েছে। একইসঙ্গে লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আটক নারী চিকিৎসক সৈয়দা রিমা আক্তার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সৈয়দ নুরুল ইসলামের মেয়ে। 

সোমবার দুপুরে ঘোড়াঘাট পৌর এলাকায় রিন নার্সিং হোমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদা খানম। এ সময় কোনো সনদ না থাকা সত্বেও নামের আগে ডাক্তার লিখে চিকিৎসা সেবা প্রদান করায় ওই নারী চিকিৎসকে এক মাসের জেল এবং কোনো বৈধ লাইসেন্স না থাকায় রিন নার্সিং হোমকে অবৈধ ঘোষণা করেন। পরে ক্লিনিকটিকে সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, সৈয়দা রিমা আক্তার এবং তার স্বামী ডাক্তার পি কে শাহিন ঘোড়াঘাট আজাদ মোড়ের একটি ৫ তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলা ভাড়া নিয়ে কোনো প্রকার লাইসেন্স না নিয়েই অবৈধভাবে রিন নার্সিং হোম নামে একটি ক্লিনিক পরিচালনা করে আসছিল। 

সাধারণ চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি প্রসূতি নারীদের অপারেশনের (সিজার) মাধ্যমে বাচ্চা প্রসব করানো হতো সেখানে। এছাড়াও ওই ভুয়া নারী চিকিৎসকের বৈধ কোনো সনদ না থাকা সত্বেও নিজের নামের আগে ডাক্তার লিখে সাধারণ মানুষকে বোকা বানাতো। 

স্থানীয়রা জানান, ডাক্তার পি কে শাহিনকে গাইবান্ধার পলাশবাড়ী এবং সাদুল্ল্যাপুর উপজেলায় নামে বেনামে অবৈধ ক্লিনিক পরিচালনার দায়ে বেশ কয়েকবার জেল-জরিমানা করা হয়। 

ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম দণ্ডপ্রাপ্ত ভুয়া নারী চিকিৎসককে জেলা কারাগারে প্রেরণ করেছেন বলে নিশ্চিত করেছেন ।