• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

দিনাজপুরে হিন্দু বৈদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের বর্ধিত সভা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৯  

১৯ অক্টোবার শনিবার বাংলাদেশ হিন্দু বৈদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে নিমতলা মন্দিরের অস্থায়ী কার্যালয় সংগঠনের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। হিন্দু বৈদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি স্বরূপ বকসী বাচ্চু। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর হিন্দু বৈদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রতন সিং।

সংগঠনের বিভিন্ন দিক তুলে বক্তব্য রাখেন এ্যাডঃ দ্বিজেন্দ্র নাথ রায়, মৃত্যুঞ্জয় কুমার রায়, ডাঃ মনোরঞ্জন রায়, রাজু কুমার দাস, মল্লিকা দাস, সুবীর চক্রবর্তী, বোচাগঞ্জ উপজেলার স্বাধীন কুমার রায় সহ ১৩ উপজেলার হিন্দু বৈদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বাহাত্তরের সংবিধান ছাড়া আমাদের মুক্তির পথ নেই। আমাদের এই দেশে অশুভ ও জঙ্গীবাদ মৌলবাদ শক্তির ঠাঁই হবে না। শুধু আমাদের ঐক্য’র প্রয়োজন রয়েছে। আমরা বিশ্বাস করি আমাদের ঐক্য থাকলে যে কোন সমস্যা আমরা মোকাবেলা করতে পারব। তাই সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে সাংগঠনিক কর্মকান্ডে সকলকে সম্পৃক্ত হতে হবে।