• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

দিনাজপুরে হিসাব রক্ষণ অফিসে ঘুষের টাকাসহ ২ জন আটক

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৯  

দিনাজপুর জেলা হিসাব রক্ষণ অফিসে ঘুষের ৩০ হাজার টাকাসহ দু’জনকে আটক করেছে দুদক।

দিনাজপুর জেলার হিসাব রক্ষণ অফিসে আজ রোববার বিকেল সোয়া ৪ টায় দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশন অভিযান চালিয়ে অডিটর আনোয়ার পাশা ও দিনাজপুর তুলা উন্নয়ন বোর্ডের ক্যাশিয়ার মোঃ ফেরদৌস হোসেনকে আটক করে। আটককৃতদের কাছ থেকে ঘুষের নগদ ৩০ হাজার টাকা জব্দ করে দুদক।

উল্লেখ্য, দিনাজপুর তুলা উন্নয়ন বোর্ডের অবসর প্রাপ্ত খলিলুর রহমান নামে এক ব্যক্তি অবসরের টাকা উত্তোলনের জন্য জেলা হিসাব রক্ষণ অফিসে যোগাযোগ করে। ওই অফিসের অডিটর মোঃ আনোয়ার পাশা ৩০ হাজার টাকা উৎকোচ দাবী করে। খলিলুর রহমানের ছেলে বিষয়টি দুদক’কে জানায়। আজ ঘুষের টাকা লেনদেনের সময় হাতে নাতে তাদেরকে আটক করে দুদক।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিলো।