• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

দিনাজপুরে ১২০০ পরিবারকে ত্রাণ দিলেন এমপি গোপাল

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২০  

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার রোধে সাধারণ ছুটিতে কর্মহীন সাধারণ মানুষের জন্য দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ নিয়ে কেউ আত্মীয়করণ করলে কাউকে ছাড় দেয়া হবে না। সাধারণ খেটে খাওয়া একজন মানুষও যেন অনাহারে না থাকে সেদিকে তৃণমুল পর্যায় থেকে তাদের খোজ খবর রাখতে হবে। এক কথায় প্রতিটি অসহায় মানুষের পাশে আওয়ামী লীগ নেতৃবৃন্দ অবস্থান নিতে হবে।

মঙ্গলবার বিকেলে কাহারোল উপজেলায় কর্মহীন সাধারণ মানুষের মাঝে চাল, ডাল, তেল, আলু, সাবানসহ খাদ্য সামগ্রী বিতরণকালে এমপি মনোরঞ্জন শীল গোপাল এসব কথা বলেন।

কাহারোল উপজেলার কর্মহীন সাধারণ মানুষের মাঝে চাল, ডাল, তেল, আলু, সাবানসহ খাদ্য সামগ্রী ১২ শতাধিক পরিবারে মাঝে পৌছে দেয়ার জন্য ৬টি ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক হাতে দেন এমপি গোপাল।

এসময় উপস্থিত ছিলেন কাহারোল থানার ওসি মনোজ কুমার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক মো. হাফিজুল ইসলাম চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।