• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

দিনাজপুরে ৫০ কোটি টাকার সাপের বিষসহ পল্লী চিকিৎসক আটক

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০১৯  

দিনাজপুরে অভিযান চালিয়ে ৫০ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ মো. রুহুল আমীন (৫৮) নামে এক পল্লী চিকিৎসককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ।

রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুর কোতোয়ালি থানার উপশহর ১০ নম্বর ব্লকের নিজ চেম্বার থেকে এ বিষসহ তাকে আটক করা হয়।

রুহুল আমীন জেলার বিরামপুর উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত বসির উদ্দীনের ছেলে।

রোববার সন্ধ্যা পৌনে ৭টায় র‌্যাব ১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর সৈয়দ ইমরান হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপশহর ১০ নম্বর ব্লকের পল্লী চিকিৎসক রুহুল আমীনের চেম্বারে অভিযান চালানো হয়। এসময় তার চেম্বার থেকে অবৈধভাবে আমদানিকৃত, বাক্সবন্দি অবস্থায় দানাদার, পাউডার ও তরল আকারে প্রস্তুতকৃত সাপের বিষ, যার উপরে COBRA S.P MADE IN FRANCE লিখিত ছয়টি জার জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় ৫০ কোটি টাকা। এসময় রুহুল আমীনকে র‌্যাব সদস্যরা আটক করে।