• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে ঢালাই ধসে নিহত ২

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৯  

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনিতে নির্মাণাধীন ভবনের ছাদের ঢালাই ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন শ্রমিক।

রোববার বিকেলে খনির কম্পাউন্ডের উত্তর-পূর্ব কোণের একটি জেনারেটর হাউজ নির্মাণের সময় এ ঘটনা ঘটে।

নিহত প্রশান্ত রায় উপজেলার চৌহাটি গ্রামের ভেগু রায়ের ছেলে। সে পার্শ্ববর্তী বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র। অপর নিহত আকাশের বাড়ি ফুলবাড়ির মালিপাড়া গুচ্ছ গ্রামে। তাৎক্ষণিক তার বাবার নাম জানা যায়নি।

আহতরা হলেন- দিনাজপুরের বিরামপুরের চরকাই গ্রামের চন্ডি রায়, আসাদুল ও আলমগীর হোসেন। আহতদের বিরামপুর ও ফুলবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (প্রশাসন) মোস্তফা কামাল জানান, খনির চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়ামের অধীনে জেনারেটর হাউজ নির্মাণ চলছিল। হাউজটির নির্মাণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান ফুলবাড়ীর মেসার্স আমীন ট্রেডার্সের মালিক রুহুল আমীন সরকারকে সাব কন্ট্রাক্ট দেয়। রোববার সেই কন্ট্রাক্টে ছাদ ঢালাইয়ের কাজে ৭০ শ্রমিক নিয়োজিত ছিল। বিকেলে ছাদের এক তৃতীয়াংশ কাজের পর হঠাৎ ঢালাই ধসে পড়ে। এ সময় ছাদের উপরে ও নিচে কর্মরত ৯ শ্রমিক চাপা পড়েন। এতে প্রশান্ত ও আকাশ মারা যান। ঘটনার পরই পার্বতীপুর ও ফুলবাড়ী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায়।

এদিকে, বড়পুকুরিয়া কয়লাখনি কর্তৃপক্ষ ঘটনার পর কোনো সংবাদকর্মীকে খনির ভেতরে ঢুকতে দেয়নি। এছাড়া খনির দায়িত্বশীল কোনো কর্মকর্তা মুঠোফোনে সাড়া দেননি।