• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

দিনের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে রংপুর রেঞ্জার্স

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯  

দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি কুমিল্লা-রংপুর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ইনসেপ্টা রংপুর রেঞ্জার্স-কুমিল্লা ওয়ারিয়র্স। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা।

এর আগে দিনের প্রথম ও টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সিলেট থান্ডারকে ৫ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টস হেরে ব্যাট করতে নেমে মোহাম্মদ মিথুনের অপরাজিত ৮৪ রানের উপর ভর করে ৪ উইকেটে ১৬২ রান তোলে সিলেট। জবাবে ইমরুল কায়েসের ৬১ ও ওয়ালটনের ৪৯ রানের সুবাদে ৫ উইকেটের জয় তুলে নেয় চট্টগ্রাম। 

টুর্নামেন্টে অংশ নেয়া সাত দলের মধ্যে শুধুমাত্র কুমিল্লাকেই স্পন্সর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে টুর্নামেন্ট শুরুর আগে অনুশীলনে একত্রে দলের কোনো খেলোয়াড়কেই পায়নি তারা। তারপরও ভালো শুরুর ব্যাপারে আশাবাদী কুমিল্লা।

কুমিল্লার বেশিরভাগ খেলোয়াড়ই নেপালে সাউথ এশিয়ান গেমনে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সোমবার ফাইনালে শ্রীলংকাকে হারিয়ে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। তাই বলা যায়, সেখানে নিজেদের অনুশীলনটা ভালোভাবেই সেরে নিয়েছে খেলোয়াড়রা।

স্বর্ণ জয় করা খেলোয়াড়রা মঙ্গলবার নেপাল থেকে দেশে ফিরেছেন। আর আজই কুমিল্লার হয়ে খেলতে নামবেন। 

ম্যাচের আগে কুমিল্লার পেসার বোলার আল আমিন হোসেন বললেন, ‘আমাদের চারজন খেলোয়াড় এসএ গেমসে ছিলেন এবং তারা স্বর্ণ জিতেছে। হ্যাঁ, আমরা একতে অনুশীলন করতে পারিনি কিন্তু তারা খেলার মধ্যেই ছিলেন। যা আমাদের জন্য ভালো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তারা নেপালে স্বর্ণ জিতেছে এবং ম্যাচের ব্যাপারে তারা বেশ আত্মবিশ্বাসী। ইতোমধ্যে আমাদের বিদেশী খেলোয়াড়রা ঢাকা পৌঁছেছে। আমাদের সাথে ডেভিড মালান, দানুস্কা শানাকা ও মুজিব উর রহমান রয়েছে। আমার মনে হয় আমরা ভারসাম্যপূর্ণ দল।’

অন্যদিকে রংপুর রেঞ্জার্সের অধিনায়ক মোহাম্মদ নবী বলেন, ‘আমি নিয়মিত বাংলাদেশ সফর করি এবং এখানকার ঘরোয়া আসর ও খেলোয়াড়দের সর্ম্পকে ভালো ধারনা রয়েছে। তাই এখানকার স্থানীয় খেলোয়াড়রা আমার কাছে অপরিচিত নয়। ক্রিকেট মাঠে আমাদের সেরাটা ঢেলে দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, আমাদের দলটি বেশ ভালো। যেকোন প্রতিপক্ষের বিপক্ষে জ্বলে ওঠার সামর্থ্য আমরা রাখি।’