• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

দিল্লিতে উগ্রবাদিদের লাথি থেকে বাদ যায়নি অন্তঃসত্ত্বা নারী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২০  

ভারতের দিল্লির চারদিকে উগ্রবাদীদের হামলায় জ্বলছে ঘরবাড়ি। সেই হামলায় ঘুমন্ত অন্তঃসত্ত্বা শাবানা পারভিনসহ তার পরিবারকে পুড়িয়ে মারতে ঘরে আগুন লাগায় উগ্রবাদীরা। বিষয়টি টের পেয়ে ঘর থেকে বেরিয়ে পড়েন সবাই। ওই সময় উগ্রবাদীরা অন্তঃসত্ত্বা শাবানার পেটে লাথি মেরে মা ও অনাগত সন্তানকে মৃত্যুর ঝুঁকিতে ফেলে দেয়। তবে অলৌকিকভাবে একটি সুস্থ শিশু জন্ম দিয়েছেন শাবানা। ভারতের এনডিটিভি সেই শিশুকে ‘মিরাকেল বেবি’ অর্থ্যাৎ ‘অলৌকিক শিশু’ হিসেবে আখ্যায়িত করেছে।

সংবাদ সংস্থা পিটিআইকে শাবানার শাশুড়ি নাসিমা বলেন, উগ্রবাদীরা ছেলেকে মারধরের সময় পুত্রবধূর তলপেটে সজোরে লাথি মারে। আমরা ভেবেছিলাম, রাতেই আমরা সবাই মারা যাব। আল্লাহ অসীম করুণায় উগ্রবাদীদের হাত থেকে বেঁচে ফিরেছি।

তিনি বলেন, গুরুতর শাবানাকে দ্রুত হাসপাতালে নেয়ার পর হিন্দ হাসপাতালে নিতে বলেন চিকিৎসকরা। সেখানে নেয়ার পর বুধবার শাবানা আশ্চর্যজনকভাবে সুস্থ শিশু জন্ম দেন। কিন্তু কঠিন পরিস্থিতে জন্ম নেয়া শিশুকে নিয়ে কোথায় আশ্রয় নেব আমরা জানি না।

নাসিমা বলেন, কোনো স্বজনের বাড়িতে আশ্রয় নিতে চেষ্টা করব। যদি কোনো ব্যবস্থা হয়।