• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দুই স্ত্রীর অশান্তি থেকে বাঁচতে আবু ত্ব-হার গুম নাটক

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ জুন ২০২১  

ইসলামী বক্তা আবু ত্ব-হা গত ৮ জুন থেকে লাপাত্তা। এরই মধ্যে যোগাযোগ মাধ্যমে গুজব উঠেছে তাকে নাকি গুম করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, মুলত গুম নয়, দাম্পত্য কোলাহলে অতিষ্ট হয়ে স্বেচ্ছায় আত্মগোপনে গিয়েছেন আবু ত্ব-হা। ২০১৬ সালে মাত্র ২৬ বছর বয়সে আবু ত্ব-হা ১ম বিয়ে করার পর স্ত্রী আবিদা নুরের অত্যাচারে মাত্র ৬ মাসের মাথায় বৃদ্ধ মাকে ছেড়ে ভিন্ন বাসায় উঠতে হয় তাকে। আবু ত্ব-হা ও আবিদা নুরের ঘরে ৩ বছরের একটি মেয়ে ও দেড় বছর বয়সের একটি ছেলে সন্তান রয়েছে। তবে প্রথম স্ত্রী আবু ত্ব-হাকে টাকা পয়সার জন্য প্রাত্যহিক জ্বালাতন করলে একসময় বিরক্ত হয়ে ৩ মাস আগে সাবিকুন্নাহারকে ২য় বিয়ে করেন তিনি। এরপর থেকে তার সংসারের অশান্তি কয়েকেগুন বেড়ে যায়। তার ২য় স্ত্রী সাবিকুন্নাহারের আগের একজন স্বামী ছিল। তার নাম শেখ হাবিব।

এদিকে আবু ত্বহার ১ম স্ত্রীর অত্যাচার,২য় স্ত্রীর ১ম স্বামীর চাপ এবং মায়ের সঙ্গে দেখা করতে না পারার যাতনায়  বাধ্য হয়ে ঘর ছেড়ে খানিকটা শান্তির আশায় স্বেচ্ছায় নির্বাসনে যান আবু ত্ব-হা। 

এদিকে আবু ত্ব-হার পারিবারিক কলহের বিষয়টিকে রাজনৈতিক খাতে প্রবাহিত করার চেষ্টা করছে একটি কুচক্রী মহল। তারা ফেইক জিপিএস ট্রাকিং করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলার চেষ্টা করছে-আবু ত্ব-হাকে গুম করা হয়েছে। বিষয়টি অবান্তর এবং ভিত্তিহীন। কারণ যেকোন মানুষ চাইলেই ফেইক জিপিএস লোকেশন ট্রাকিং করতে পারে।
 
বিষয়টি প্রমাণ করে কুচক্রী মহল ষড়যন্ত্রের অংশ হিসেবে স্বেচ্ছায় আত্মগোপনে যাওয়া আবু ত্ব-হাকে গুম বলে প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। 

বিশেষজ্ঞগণ মনে করেন, এসব গুজব থেকে দূরে থাকতে সর্বদা সজাগ থাকতে হবে।