• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

দুদকের তদবির বাণিজ্য শূন্যে নামিয়ে আনা হয়েছেঃ দুদক চেয়ারম্যান

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৯  

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, সবার সহযোগিতায় বিগত সাড়ে তিন বছরে দুদকের তদবির বাণিজ্য শূন্যে নামিয়ে আনা সম্ভব হয়েছে। দুদকে এখন কোনো তদবির বাণিজ্য নেই। কেউ তদবির করতে সাহসও পান না।

রোববার দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে কমিশনের প্রয়াত চারজন কর্মকর্তা-কর্মচারীর স্মরণে আয়োজিত এক শোক সভায় তিনি এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, অনেকের ধারণা দুদকে যারা চাকরি করেন তাদের অনেকের যথেষ্ট টাকা-পয়সা, গাড়ি-বাড়ি রয়েছে। কিন্তু আজ জানাচ্ছি, মরহুম পরিচালক আবু সাঈদ ও সহকারী পরিচালক সরদার মঞ্জুর আহম্মদের কোনো অর্থ-বিত্ত, বাড়ি-গাড়ি নেই। তাদের সততার কাছে অনেকের ধারণা পরাজিত হয়েছে।

তিনি বলেন, দুদকের কর্মকর্তাদের পেশাদারিত্ব প্রশংসার যোগ্য। এখানে কর্মকর্তাদের মধ্যে কোনো বিরোধ নেই, নেই রাজনীতি।

এ সময় ইকবাল মাহমুদ প্রয়াত কর্মকর্তাদের সততার কথা উল্লেখ করে তাদের মতো সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য কমিশনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

গত জুলাই মাসের পর থেকে দুদকের চারজন কর্মকর্তা-কর্মচারী মারা যান। তারা হলেন- পরিচালক মো. আবু সাঈদ, সহকারী পরিচালক সরদার মঞ্জুর আহম্মেদ, কনস্টেবল মো. আব্দুল জলিল মণ্ডল, কনস্টেবল মো. মজিবুর রহমান ।

শোক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম, সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত, মহাপরিচালক আ.ন.ম আল ফিরোজ, পরিচালক সৈয়দ ইকবাল হোসেন, উপপরিচালক মো. তালেবুর রহমান ও মো. রফিকুল ইসলাম প্রমুখ।