• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

ঠাকুরগাঁওয়ে খাদ্য নিয়ন্ত্রক-চেয়ারম্যানসহ ছয়জন কারাগারে

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৯  

অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযানে আটক ছয়জনকে কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদরের খাদ্য নিয়ন্ত্রক, পিআইও, ইউপি চেয়ারম্যান রয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাসানুজ্জামান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে দুদক দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা প্রিজন ভ্যানে আটকদের আদালতে হাজির করেন।

আটকরা হলেন-ঠাকুরগাঁও সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ, সদর উপজেলা খাদ্য গুদামের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাবুদ্দিন, জেলা সদরের গড়েয়া খাদ্য গুদামের কর্মকর্তা মাইদুল ইসলাম, সদরের সাবেক প্রকল্প কর্মকর্তা গোলাম কিবরিয়া, শিবগঞ্জ খাদ্য গুদামের সাবেক কর্মকর্তা গোলাম মোস্তফা ও ঢোলারহাট ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন।

বুধবার ভুয়া পাঁচটি প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে ছয়জনকে আটক করে দুদক।