• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

দুধকুমার নদের ভাঙন রোধে স্থায়ী পরিকল্পনা হাতে নিয়েছে সরকার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৯  

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বুকে বয়ে চলা দুধকুমার নদের ভাঙন রোধে স্থায়ী পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। 

উপজেলার ইসলামপুর গ্রামের ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের সহকারী সচিব অজিত কুমার চৌধুরী জানান, দুধকুমারের ভাঙন রোধে ১৫০০ মিটার স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে শিঘ্রই। এতে ব্যয় হবে সাড়ে ৭০০ কোটি টাকা।

তিনি বলেন, দুধকুমার নদের অব্যাহত ভাঙন থেকে ইসলামপুর গ্রামসহ নদী তীরবর্তী এলাকা রক্ষাকল্পে প্রতিরোধ প্রকল্প গ্রহণ করেছে সরকার।  প্রকল্পটি মন্ত্রণালয়ে অনুমোদন হলে ভাঙন রোধে নদী খননসহ স্থায়ী বাধঁ নির্মান করা হবে। এতে দুধ কুমারের ভাঙন থেকে রক্ষা পাবে হাজার হাজার মানুষ।

দুধকুমার নদের পানি সহনীয় পর্যায় থাকলেও অসহনীয় হয়ে পড়েছে নদী ভাঙন। নদী ভাঙনের হুমকির মুখে পড়ে এখানকার শতাধিক পরিবার আজ দিশেহারা। তাদের চোখে যেন ঘুম নেই। ভাঙন অব্যাহত থাকায় এক সপ্তাহের অব্যাহত ভাঙনে ভুরুঙ্গামারী উপজেলার চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের কয়েক কিলোমিটার এলাকার শতাধিক  বাড়িঘর, গাছপালাসহ  প্রায় ২৫০ বিঘা আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ইসলামপুর গ্রামে যাওয়ার একমাত্র সেমি বাঁধটির অধিকাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।  ভাঙনের মুখে পড়েছে ওই ইউনিয়নের ঐতিহ্যবাহী ইসলামপুর পাকা জামে মসজিদ, কবরস্থান ঈদগাহ মাঠসহ বিভিন্ন স্থাপনা। ভাঙন কবলিতরা তাদের ঘরবাড়ি, গবাদিপশু, ধান-চাল অন্যত্র সরিয়ে নেয়ার পাশাপাশি গাছপালা কেটে নিরাপদ স্থানে নেয়ার চেষ্টা করছেন। আশ্রয়স্থল হিসেবে রাস্তা ও উচু স্থানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। 

দুধকুমারের ভাঙনের এই হৃদয় বিদারক সচিত্র সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে মঙ্গলবার বিকেলে দুধকুমার নদ বেষ্টিত ইসলামপুর গ্রামের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সহকারী সচিব অজিত কুমার চৌধুরী ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।