• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

দুর্যোগে জরুরী প্রস্ততি শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৯  

কুড়িগ্রামে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী, কিশোর-কিশোরী, অভিভাবক, স্টোকহোল্ডার ও জনপ্রতিনিধিদেরকে নিয়ে দুর্যোগে জরুরী মূহুর্তে প্রস্তুতি বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে সংলাপের উদ্বোধন করেন সদর ইউএনও মোছা:  নিলুফা ইয়াছমিন। ইউনিসেফ’র সহযোগিতায় ও সদর উপজেলা প্রশাসনের ‘কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট (সিফোরডি) প্রকল্পের’ মাধ্যমে অনুষ্ঠানের আয়োজন করে।

নাগরিক সংলাপে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: লুৎফর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার এসএম হাবিবুর রহমান, সিফোরডি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো: ইউনুছ আলী।

অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, কিশোর-কিশোরী, অভিভাবক, স্টোকহোল্ডার, সংবাদকর্মী ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।