• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

‘দেশের আট বিভাগে হবে ৩শ’ শয্যার বিশেষায়িত হাসপাতাল’

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২০  

সরকার দেশের আট বিভাগে নতুন একটি করে ৩শ’ শয্যার বিশেষায়িত হাসপাতাল স্থাপন করতে যাচ্ছে। ১৫তলা বিশিষ্ট হাসপাতালগুলো ২০২২ সালের মধ্যে চালু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান এবং মন্ত্রণালয় ও অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কিছুদিন আগে একনেকে আড়াই হাজার কোটি টাকার এ সংক্রান্ত প্রকল্প অনুমোদন দিয়েছেন। এসব হাসপাতালে ক্যান্সার, কিডনি ও কার্ডিয়াক রোগীর চিকিৎসা দেয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা রোগ বিবেচনায় নিয়ে মেডিকেল কলেজগুলোতে আসন সমন্বয় করে এরইমধ্যে কার্যক্রম শুরু করেছি।