• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

দেশের উন্নয়নের ভুমিকা রাখবে মধ্যপাড়ার পাথর- রেলপথ মন্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৯  

দেশের একমাত্র মধ্যপাড়ার পাথর খনি থেকে উত্তোলিত পাথরের গুনগতমান, বিদেশ থেকে আমদানী করা পাথরের চেয়ে অনেক ভাল। আমাদের গৃহিত প্রকল্পগুলিতে চাহিদা অনুযায়ী পাথর সরবরাহে সক্ষম এ খনি। আমরা সাধ্যমত চেষ্টা করবো দেশীয় শিল্পকে অগ্রাধিকার ভিত্তিতে কাজে লাগাতে। উন্নয়নের বিশাল একটি অংশে ভুমিকা রাখবে মধ্যপাড়ার পাথর। এখানকার উত্তোলিত পাথর দ্বারা টাইলস সহ অন্যান্য সিরামিক পণ্য উৎপাদন করাও সম্ভব। সরকারের গৃহীত বিভিন্ন বৃহৎ উন্নয়ন প্রকল্প, পদ্মা বহুমুখী সেতু, সিরাজগঞ্জ হার্ডপয়েন্ট, পাওয়ার প্লান্টসমূহ, বিভিন্ন বিদ্যুৎ প্রকল্প, যেমন বাঁশখালী, রামপাল, মহেশখালী-মাতারবাড়ী, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পাতাল রেল, কর্ণফুলী নদীর তলদেশে নির্মিতব্য টানেল, কক্সবাজার বিমান বন্দর নির্মাণ প্রকল্প, রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প এবং রেল লাইন নির্মাণ ও রেলওয়ের বিভিন্ন নির্মাণ প্রকল্পে ভবিষ্যতে বিপুল পরিমাণ পাথরের প্রয়োজন হবে। এ সকল প্রকল্পে গুণগতমান উৎকৃষ্ট করার জন্য, মধ্যপাড়া খনির পাথর ব্যবহার নিশ্চিত করতে হবে। আজ শনিবার মধ্যপাড়ায় পুনরায় পাথর উত্তোলন কার্যক্রম পরিদর্শন কালে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এসব কথা বলেন।

সকাল ৬টার শিফট থেকে পাথর উত্তোলন পুনরায় শুরু হয়েছে খনিতে। প্রানচাঞ্চল্য নিয়ে খনির শ্রমিকরা কাজে যোগদান করেছেন। যান্ত্রিক ত্রুটির কারনে দীর্ঘ ৫ মাস ধরে ঠিকাদারী প্রতিষ্ঠান জেটিসি, পাথর উত্তলন কাজ বন্ধ রেখেছিল। মন্ত্রী মধ্যপাড়ার পাথর দেশের রেললাইন, পদ্মাসেতুসহ সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের অন্যান্য স্থাপনাগুলোতে পাথর ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য খনিতে আসেন বলে একটি সুত্র জানিয়েছে। তিনি সেখানে খনির ভেতরে সকাল ১০টায় প্রবেশ করে ১২টায় বেরিয়ে আসেন। মন্ত্রি মধ্যপাড়া পাথরের ব্যাপক প্রসংশা করেছেন এবং রেলপথ মন্ত্রনালয় মধ্যপাড়ার পাথর ক্রয় করবে বলে আশ্বস্ত করেন খনি কর্তৃপক্ষকে।

খনি পরিদর্শন কালে তার সাথে ছিলেন, রেলপথ মন্ত্রনালয়ের সচিব মোফাজ্জল হোসেন, ডিজি মো: শামসুজ্জামান, খনি ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান, ও জিএম (পশ্চিম) হারুন উর রশিদ প্রমুখ। খনি পরিদর্শন শেষে মন্ত্রী সৈয়দপুরের উদ্দেশ্যে যাত্রা করেন।