• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

`দৈনিক সংগ্রামের বিরু‌দ্ধে স‌র্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হ‌বে`

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৯  

যুদ্ধাপরাধীর দায়ে ফাঁসির দণ্ডাদেশ কার্যকর হওয়া জামায়াত নেতা কাদের মোল্লাকে ‘শহীদ’ সম্বোধন করায় দৈনিক সংগ্রাম পত্রিকার বিরুদ্ধে স‌র্বোচ্চ শা‌স্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন তথ্য প্র‌তিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

রোববার জাতীয় প্রেসক্লা‌বে সম্প্রী‌তি বাংলা‌দেশ আ‌য়ো‌জিত এক আলোচনা সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

ডা. মুরাদ ব‌লেন, কা‌দের মোল্লাকে শহীদ আখ্যা দি‌য়ে সংগ্রাম প‌ত্রিকা মু‌ক্তিযু‌দ্ধের স‌ঙ্গে ও দে‌শের স‌ঙ্গে দে‌শের মানু‌ষের স‌ঙ্গে বেইমানি ক‌রে‌ছে। প‌ত্রিকা‌টির বিরু‌দ্ধে সর্ব্চ্চে শা‌স্তিমূলক ব্যবস্থা গ্রহণ ক‌রবে তথ্য মন্ত্রণালয়। 

তথ্য প্র‌তিমন্ত্রী বলেন, ৩০ লাখ শহী‌দের আত্মত্যা‌গে পাওয়া সার্ব‌ভৌমত্ব‌কে কষু‌লিত করা প‌ত্রিকা এদেশে চল‌তে পা‌রে না।

সম্প্রী‌তি, বঙ্গবন্ধু ও বাঙা‌লির বিজয় শি‌রোনা‌মে এ সভার আ‌য়োজন করা‌ হয়। আ‌য়োজক সংগঠ‌নের আহ্বায়ক পিযূষ ব‌ন্দোপাধ্যা‌য়ের সভাপ‌তিত্বে এতে প্রধান অতিথি ছি‌লেন কলা‌মিষ্ট, সা‌হি‌ত্যিক ও একু‌শের গা‌নের রচ‌য়িতা‌ আব্দুল গাফফার চৌধুরী।