• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

দ্রুত এগিয়ে চলছে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের নির্মাণ কাজ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২০  

দ্রুত গতিতে এগিয়ে চলছে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের পুনঃনির্মিত এবং বহুতল ভবনের নির্মাণ কাজ ।

 
এই নির্মাণ কাজের অংশ হিসেবে  বুধবার সকাল ১১টায় ভবনটির প্রথম তলার দ্বিতীয় পর্যায়ের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করে। প্রায় ২৬কোটি টাকা ব্যায়ে নির্মিত এ ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।


এ সময় উপস্হিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মোঃ আজম আলী, সহকারী প্রকৌশলী মোঃ জাফর আলী, মেয়র মহদয়ের সহকারী একান্ত সচিব কাজী জাহিদ হোসেন লুসিড সহ অনেকে।


এ ভবনে সর্বমোট ২৯৬৪৫ বর্গফুট এলাকার দ্বিতীয় তলার মূল ভবনে রয়েছে একটি ওয়ার্কশপ, ড্রাইভার ও কালেক্টর রিফ্রেশমেন্ট রুম এবং পার্কিং ব্যবস্হা। এ ছাড়াও নিচ তলায় থাকছে ১৪টি টিকিট কাউন্টার, ৩টি এটিএম বুথ, মহিলাদের নামাজ ঘর, ১টি ডে-কেয়ার সেন্টার, ৬টি খাবারের দোকান, ১টি ঔষধের দোকান, ২টি পাবলিক টয়লেট, যাত্রীদের বসার স্হান এবং ১টি লাগেজ এরিয়া। ভবনটির দ্বিতীয় তলায় রয়েছে ১টি অত্যাধুনিক মানসম্মত খাবার হোটেল, ১টি শিশুদের খেলার রুম, ৭টি দোকান, অত্যাধুনিক ট্রাফিক বিভাগ ১টি, কন্ট্রোল রুম,  ভিআইপি লাউন্স ১টি এবং ১টি ভিআইপি রুম।