• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ধর্ষণের সাজা সবোর্চ্চ করার দাবিতে নীলফামারীতে মানববন্ধন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২০  

ধর্ষণের বিরুদ্ধে নীলফামারীতে মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের চৌরঙ্গি মোড়ে ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালন করা হয়।

এতে নারী যোগাযোগ কেন্দ্র, ইউএসকেএস-নারী পরিষদ, সম্মিলিত সামাজিক আন্দোলন, রবীন্দ্র সঙ্গিত সম্মিলন পরিষদ, খেলাঘর আসর, নীলফামারী থিয়েটার, স্পন্দন আবৃত্তি ও সঙ্গিত চর্চা কেন্দ্র, জাগরণ যুব সংগঠন, জাগরণ পাঠাগার, জাগরণ সাংস্কৃতিক সংঘ, জাগরণ শিশু সংঘ অংশগ্রহণ করে সংহতি প্রকাশ করে।

জেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক সুধির কুমার রায়ের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহবায়ক আহসান রহিম মঞ্জিল। বক্তব্য দেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি সারওয়ার মানিক, সদস্য সচিব শহিদুল ইসলাম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি মমতাজুল ইসলাম মিন্টু, ভাওয়াইয়া একাডেমির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আল মাসুদ আলাল, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম, রবীন্দ্র সঙ্গিত সম্মিলিন পরিষদের সাধারণ সম্পাদক রাসেল আমিন স্বপন, সংগলশী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের ডোমার উপজেলা আহবায়ক ইলিয়াস হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক রতনা সিনহা, শিক্ষক সমিতির সদর উপজেলা সভাপতি উত্তম কুমার রায় বাদল বক্তব্য দেন।

ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়ে বক্তারা বলেন, দৃষ্টান্ত হয়ে থাকলে ধর্ষণের দিকে এগুবে না বিপদগামী মানুষরা। ধর্ষক যেই হোক তার শাস্তি নিশ্চিত করতে হবে। সারাদেশে ধর্ষণের যে চিত্র আমরা দেখছি সেটি সামাজিক অবক্ষয় তৈরি করেছে। এভাবে চলতে থাকলে নারীরা ঘর থেকে বের হতে পারবে না।