• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ধাপেরহাটে বিয়ের পরের রাতেই ঘুমন্ত নববধূ চিরঘুমে

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৯  

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিয়ের একদিন পরই রাহেলা বেগম নামের এক নববধূর মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার ধাপেরহাট ইউপির আলীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের ওসমান আলী নামে এক বৃদ্ধের প্রথম স্ত্রী মারা যাওয়ার কারণে মঙ্গলবার রাতে ছত্রগাছা গ্রামের রাহেলা বেগমকে বিয়ে করেন। ওই রাতেই নববধূকে বাড়িতে তোলেন ওসমান আলী। পরদিন বুধবার রাতে দু'জনে ঘুমাতে যান। ঘুমন্ত থাকা অবস্থায় রাহেলা বেগম মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে ওসমান আলী জানান, বুধবার রাতে দু'জনে একই বিছানায় ঘুমান। রাত প্রায় সাড়ে ১১টার দিকে ঘুম থেকে জেগে রাহেলা বেগমকে ডাকাডাকি করা হলে কোনো ধরনের সাড়া দেননি। তবে কিভাবে মৃত্যু হয়েছে তা জানাতে পারেননি ওসমান আলী।

ধাপেরহাট ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মণ্ডল বলেন, ওই নববধূর মৃত্যুর ঘটনাটি লোকমুখে শুনেছি। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি।