• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

নকলে সহায়তা করার অভিযোগে লালমনিরহাটের ৭ শিক্ষক বহিষ্কার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৯  

জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় শিক্ষার্থীদের নকলে সহায়তা করার অভিযোগে লালমনিরহাটের ৭ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) পরীক্ষা চলাকালীন লালমনিরহাট শহরের নেছারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ও পরীক্ষা কেন্দ্রের সচিব মো. মোসলেম উদ্দিন তাদের বহিষ্কার করেন। একই সঙ্গে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

বহিষ্কার হওয়া ৭ শিক্ষক হলেন- নেছারিয়া কামিল মাদরাসার সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম, মোগলহাট ইটাপোতা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ভবরঞ্জন বর্মণ, চরকুলাঘাট দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মরিয়ম বেগম, হারাটি দাখিল মাদরাসার সহকারী শিক্ষক রহমত আলী, বলিরাম দাখিল মাদরাসার সহকারী শিক্ষক সাজেদা বেগম, বেরপাঙ্গা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক নাছির উদ্দিন ও একই মাদরাসার সহকারী শিক্ষক আবু হানিফ।

জানা গেছে, শনিবার সকালে নেছারিয়া কামিল মাদরাসায় জেডিসির ইংরেজি পরীক্ষা চলাকালে ২ শিক্ষার্থীকে নকলে সহায়তা করে ওই ৭ শিক্ষক। ওই সময় কেন্দ্রের নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম পরীক্ষা কেন্দ্রে টহলরত অবস্থায় তা দেখতে পান। পরে ২ শিক্ষার্থীসহ ৭ শিক্ষককে বহিষ্কার করা হয়।

লালমনিরহাট নেছারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মো. মোসলেম উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।