• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

নতুন আইজিপি বেনজীর, র‌্যাব মহাপরিচালক মামুন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২০  

পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক ড. বেনজীর আহমেদ এবং র‌্যাবেরনতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সিআইডি প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। 

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বর্তমান আইজিপি জাবেদ পাটোয়ারীর মেয়াদ শেষ হবে আগামী ১৩ এপ্রিল। তার স্থলাভিষিক্ত হবেন র‌্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদ এবং র‌্যাব ডিজির স্থলাভিষিক্ত হবেন সিআইডি প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।