• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

নতুন কোচ সম্বলিত `রংপুর এক্সপ্রেস` উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৯  

নতুন কোচ সম্বলিত অত্যাধুনিক রংপুর এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে বারোটায় সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এই ট্রেনের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, 'আর যেন উত্তরবঙ্গবাসীকে মঙ্গা শব্দটি শুনতে না হয়। সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। এখন মঙ্গা নেই। অভাব নেই। মানুষের যোগাযোগের সাথে সাথে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। আমি রংপুরে যাই। রংপুরের মানুষরা আমার সাথে আছে।'

কুড়িগ্রামবাসীর উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, 'কুড়িগ্রামকে আমি মজা করে বলতাম কুইড়্যা গ্রাম। এখন আর কুইড়্যা গ্রাম নেই। অনেক উন্নত হয়েছে। ধরলা সেতু, তিস্তা সেতুসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের রেল ও সড়কপথে উন্নয়ন হয়েছে। কুড়িগ্রাম থেকে মঙ্গাদূরীকরণে গুরুত্ব দেয়া হয়েছে। কুড়িগ্রাম থেকে প্রথম কৃষকদের ১০ টাকাতে ব্যাংক হিসাব চালু ও ন্যাশনাল সার্ভিস চালু করা হয়েছে।'

বক্তব্য শেষে প্রধানমন্ত্রী হাতে সবুজ পতাকা উঁচিয়ে বাঁশি ফুঁকে আনুষ্ঠানিকভাবে আন্ত:নগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেস সহ নতুন কোচ প্রতিস্থাপিত রংপুর ও লালমনিরহাট এক্সপ্রেসের উদ্বোধন ঘোষণা করেন।

ভিডিও কনফারেন্সে রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান স্বাগত বক্তব্যে এই জেলার উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম, সফল বাস্তবায়ন ও চলমান কার্যক্রম তুলে ধরেন।

এ সময় রংপুরবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ২০১১ সালে রংপুর এক্সপ্রেস ট্রেনটি উপহার দেয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান রোকসানা রোজ শম্পা নামে এক শিক্ষার্থী। প্রধানমন্ত্রীর উদ্দেশে শম্পা বলেন, 'আমরা রংপুর এক্সপ্রেসে করে শুধু রাতে ঢাকা যেতাম। রংপুর থেকে ঢাকায় যেতে ট্রেনের জন্য অনেক অপেক্ষা করতে হত। এখন আর তা হবে না, কুড়িগ্রাম এক্সপ্রেস চালু হওয়ায় আমাদের ভোগান্তি কমবে। আমরা সকাল-রাত যখন খুশি ঢাকা যেতে পারব।'

উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর-২ আসনের সদস্য সংসদ আহসানুল হক চৌধুরী ডিউক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, জেলা পরিষদের চেয়ারম্যান ছাফিয়া খানম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজুসহ রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।