• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

নতুন দুই বোলিং কোচ পেলো টাইগাররা

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৮ জুলাই ২০১৯  

দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার চার্ল ল্যাঙ্গাভেল্টকে পেস বোলিং কোচ ও নিউ জিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরিকে স্পিন কোচ হিসেবে নিয়োগ দেয়ার চিষয়টি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার মিরপুরে ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা শেষে বিষয়টি জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ড্যানিয়েল ভেট্টরি এবং চার্ল ল্যাঙ্গেভেল্ট আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন করবেন।

পেস বালিং কোচ ল্যাঙ্গাভেল্ট স্থায়ীভাবে দায়িত্ব দিয়েছে বিসিবি আর ড্যানিয়েল ভেট্টরিকে ১০০ দিনের চুক্তিতে নিয়োগ দেয়া হয়েছে।

দুই কোচের নিয়োগের বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, পেস বোলিং কোচ হিসেবে আমরা দক্ষিণ আফ্রিকার চার্লস ল্যাঙ্গেভেল্টকে বেছে নিয়েছি। তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিও হয়ে গেছে। আগামী দুই বছর কাজ করবেন তিনি। তবে ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গে এখনও চুক্তি হয়নি। মৌখিকভাবে তিনি রাজি হয়েছেন কাজ করতে। অচিরেই চুক্তি করা হবে।